মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MODI: রাজনীতিতে অনভিজ্ঞ কে ? : প্রধানমন্ত্রী

Sumit | ১৩ এপ্রিল ২০২৪ ১৩ : ২৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বরাবরই তিনি চমক দিতে ভালবাসেন। এবারেও ব্যতিক্রম নয়। এবার দেশের গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু কথাই নয়, নিজে মোবাইল গেমিং, ভিআর পরখ করলেন। এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ভিআর লাগিয়ে অনলাইন গেম খেলছেন। কম্পিউটার গেমও খেলেন তিনি। তবে রাজনীতি যার রক্তে তিনি কীভাবে সেখান থেকে নিজেকে বিরত রাখবেন। তিনি বলেন, যদি আমি বলি রাজনীতিতে অনভিজ্ঞ কে তবে সকলেই বুঝতে পারবেন কার কথা আমি বলতে চাইছি। সেখানে একজনের কথাই সকলের মনে আসবে। গেমাররা মনে করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের এই সাক্ষাৎ দেশে গেমিংয়ের ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাবে। এদিন গেমারদের সঙ্গে প্রধানমন্ত্রী তাঁদের কাজের পন্থা নিয়ে আলোচনা করেন। কোন পথে তাঁদের আয় হয় তা নিয়েও কথা বলেন। যে সাতজন গেমারদের সঙ্গে প্রধানমন্ত্রী এদিন দেখা করেন তাঁরা হলেন, নমন মাথুর, অনিমেষ আগরওয়াল, অনশু বিশু, গনেশ গঙ্গাধার, তীর্থ মেহতা, পায়ের ধারে এবং মিথিলেশ পাঠানকার। 




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24